একযোগে গাজীপুরের চার এসিল্যান্ডকে বদলি
![gazipurkontho](https://www.gazipurkontho.com.bd/wp-content/uploads/2024/12/gkled-1-copy-1-780x425.jpg)
গাজীপুর কণ্ঠ ডেস্ক : একযোগে গাজীপুরের চার উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) পৃথকস্থানে বদলি করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুর জেলার কালীগঞ্জ, গাজীপুর সদর, শ্রীপুর এবং কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত অফিসারদের সমপদে পদায়নের জন্য পৃথকস্থানে বদলি করা হয়েছে। এরমধ্যে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মিকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে, গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খাইরুন নেছাকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিলকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে এবং কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
উল্লেখ্য : বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তা নূরী তাসমিন উর্মি চলতি বছরের ১৪ মার্চ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে, বিসিএস ৩৭তম ব্যাচের কর্মকর্তা রোকসানা খাইরুন নেছা চলতি বছরের ২৮ এপ্রিল গাজীপুর সদরে, বিসিএস ৩৮তম ব্যাচের কর্মকর্তা আতাহার শাকিল চলতি বছরের ৭ জুলাই শ্রীপুরে এবং বিসিএস ৩৮তম ব্যাচের কর্মকর্তা দিল আফরোজ চলতি বছরের ০৯ জুলাই কালিয়াকৈর উপজেলায় যোগদান করে দায়িত্ব পালন করছেন।