গাজীপুরজেলা প্রশাসন

কালীগঞ্জের এসিল্যান্ড নূরী তাসমিন উর্মির বদলি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মিকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মিকে (১৮৭৪৭) সমপদে পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

উল্লেখ্য : (বিসিএস) ৩৭তম ব্যাচের কর্মকর্তা নূরী তাসমিন উর্মি চলতি বছরের ১৪ মার্চ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কালীগঞ্জে যোগদান করেন। এর আগে ২৫ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার নারায়ণ চন্দ্র বর্মণ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে টাঙ্গাইলের বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মিকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে পদায়ন করা হয়েছিল।

নূরী তাসমিন উর্মি ২০১৯ সালের ২০ মার্চ সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করে সহকারী কমিশনার হিসেবে খুলনা ও চট্টগ্রাম জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় যোগদান করে দায়িত্ব পালন করেছিলেন।

নূরী তাসমিন উর্মির নিজ জেলা রাজশাহী।

 

আরো জানতে…….

কালীগঞ্জের নতুন এসিল্যান্ড নূরী তাসমিন উর্মি

এরকম আরও খবর

Back to top button