গাজীপুর কণ্ঠ ডেস্ক : চাঁদপুরের হাইমচরের নীল কমল এলাকার মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে এসব মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া তিনজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে।
জাহাজটির নাম এমভি আল-বাখেরা। এটি নোঙর করা অবস্থায় ছিল। এতে ডাকাতরা হামলা চালিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নৌ-পুলিশের চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ‘পণ্যবাহী নৌ যানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।’