আলোচিতজাতীয়সারাদেশ

চাঁদপুরে জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : চাঁদপুরের হাইমচরের নীল কমল এলাকার মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে এসব মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া তিনজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে।

জাহাজটির নাম এমভি আল-বাখেরা। এটি নোঙর করা অবস্থায় ছিল। এতে ডাকাতরা হামলা চালিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নৌ-পুলিশের চাঁদপুরের অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ‘পণ্যবাহী নৌ যানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।’

এরকম আরও খবর

Back to top button