টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে ট্রাক, বিকল্প পথে চলাচলের অনুরোধ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থাকা টঙ্গী বাজার এলাকার একটি বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। এতে ভোগান্তি এড়াতে বিকল্প পথে চলার অনুরোধ জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ধারণক্ষমতার অতিরিক্ত পাথর বোঝাই ওই ট্রাকটি পুরনো বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে গিয়ে পড়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান সংবাদ মাধ্যমকে বলেন, শনিবার সকালে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আকবর সংবাদ মাধ্যমকে জানান, টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ফ্লাইওভার ও নিচ দিয়ে দুই লেনে দুইটি ব্রিজ রয়েছে। দুইটি ব্রিজের মধ্যে ময়মনসিংহগামী ব্রিজটি ভেঙে পড়েছে। পাথর বোঝাই ট্রাকটি ধারণক্ষমতার অতিরিক্ত ভার নিয়ে ওঠায় ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় ট্রাকচালক সামান্য আহত হয়েছেন জানা গেলেও ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি। তবে ওই পথে চলাচলকারী যানবাহন ফ্লাইওভার ও কামারপাড়া সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
এদিকে, ভোগান্তি এড়াতে বিকল্প পথে চলার অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও একটি পোস্ট দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
তাতে বলা হয়েছে, “সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গিয়েছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেইট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।”