আলোচিতজাতীয়সারাদেশ

ঢাকা থেকে খুলনা ও বেনাপোল রুটে চালু হতে যাচ্ছে দুই জোড়া নতুন ট্রেন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোলে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস সাপ্তাহিক একদিনের বিরতি রেখে নিয়মিত যাতায়াত করবে। নতুন চালু হওয়া ট্রেনে ঢাকা থেকে খুলনা যেতে পাঁচ ঘণ্টা ৩৫ মিনিট ও বেনাপোল যেতে প্রায় চার ঘণ্টা সময় লাগবে।

বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখার উপপরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক পরিপত্রে এই সিদ্ধান্ত জানা গেছে। আগামী ২৪ ডিসেম্বর রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দুই জোড়া ট্রেন চলাচল উদ্বোধন করবেন।

রেলওয়ে জানিয়েছে, ঢাকা থেকে ৮২৫ ও ৮২৬ নং জাহানাবাদ এক্সপ্রেস নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশননে যাত্রা বিরতি করবে। ৮২৭ ও ৮২৮ নং রূপসী বাংলা এক্সপ্রেস নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রা বিরতি করবে।

নতুন ট্রেন দুটি চালু হলে সুন্দরবন এক্সপ্রেস (৭২৬ ডাউন) ঢাকা থেকে সকাল আটটা ১৫ মিনিটের পরিবর্তে সকাল আটটায় ছাড়বে। ঈশ্বরদী থেকে দর্শনা সেকশনে মৈত্রী এক্সপ্রেসের ( ৩১০৭) সময়সূচিতে আংশিক পরিবর্তন হবে।

এছাড়া পশ্চিমাঞ্চল রুটের নকশিকাথা কমিউটার, মোংলা কমিউটারসহ চারটি কমিউটার ট্রেনের যাত্রার সময়সূচি আংশিক পরিবর্তন হবে। নতুন দুটি ট্রেন চালু করতে নিমতলী, কেরানীগঞ্জ, শ্রীনগর স্টেশন খোলার কথা বলা হয়েছে। গেন্ডারিয়া স্টেশনে ক্রসিং সুবিধা চালু হবে।

এরকম আরও খবর

Back to top button