আন্তর্জাতিক

এক দিনে ক্ষমা করার রেকর্ড গড়লেন বাইডেন

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অহিংস অপরাধে দোষী সাব্যস্ত ৩৯ জনকে পূর্ণ ক্ষমা দিয়েছেন এবং ১,৫০০ জনের সাজার মেয়াদ কমিয়েছেন, যারা দীর্ঘ সময় ধরে কারাবরণ করছিলেন।

হোয়াইট হাউস জানিয়েছে, বৃহস্পতিবার এক দিনে সবচেয়ে বেশি সাজা মওকুফের ঘটনা ঘটেছে। নিজের সন্তান হান্টার বাইডেনকে নিঃশর্ত ক্ষমা ঘোষণা করার ১১ দিন পর এক দিনে সাজা মওকুফের রেকর্ড গড়লেন বাইডেন। তিনি বলেছেন, তার প্রশাসন আগামী সপ্তাহগুলোতে আরও পদক্ষেপ নেবে এবং সাজা মওকুফের আরও আবেদন পর্যালোচনা করবে।

বাইডেন বলেন, যাদের তিনি ক্ষমা দিয়েছেন, তারা যদি আজকের আইনের আওতায় বিচারাধীন হতেন, তবে তাদের শাস্তি অনেক কম হতে পারত। তিনি আরও যোগ করেন, ‘একজন প্রেসিডেন্ট হিসেবে, আমি এমন ব্যক্তিদের প্রতি করুণা প্রদানের একটি মহান সুযোগ পেয়েছি, যারা অনুশোচনা এবং পুনর্বাসনের প্রমাণ দিয়েছেন, এবং আমেরিকানদের দৈনন্দিন জীবনে অংশগ্রহণের এবং তাদের কমিউনিটিতে অবদান রাখার সুযোগ ফিরিয়ে দিচ্ছি।’

কর্মকর্তারা জানান, হান্টারকে ক্ষমা দেওয়ার পর অনেকেই বিচারব্যবস্থায় সাজাপ্রাপ্ত হওয়ার পর বাইডেনের কাছে ক্ষমা প্রদানের দাবি জানিয়েছিলেন, এবং হোয়াইট হাউস তাদের দাবি বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া, কমিউটেশনের মাধ্যমে শাস্তি কমানোর ঘোষণা দেওয়া হয়েছে সেইসব ব্যক্তির জন্য, যাদের কোভিড-১৯ মহামারী চলাকালীন গৃহবন্দী রাখা হয়েছিল। তবে, সিভিল রাইটস গ্রুপগুলো অন্যদের ক্ষমা করার জন্য বাইডেনের কাছে আরও পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

ম্যাসাচুসেটসের কংগ্রেস সদস্য আয়ানা প্রেসলি, যিনি গত মাসে প্রেসিডেন্ট বাইডেনকে একটি চিঠি পাঠিয়েছিলেন, তিনি প্রেসিডেন্টের এই পদক্ষেপকে ‘অর্থপূর্ণ এবং ঐতিহাসিক’ হিসেবে প্রশংসা করেছেন। তিনি বলেন, বাইডেন এখনও তার বাকি ৩৯ দিনে আরও পদক্ষেপ নিতে পারেন।

হোয়াইট হাউস জানায়, বাইডেন এক দিনে সর্বোচ্চ সংখ্যক সাজা মওকুফ করেছেন। প্রেসিডেন্টের পক্ষ থেকে বলা হয়, ‘এটি খুব গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে এবং সব ধরনের আবেদন পর্যালোচনা করা হবে।’

এদিকে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রথম দিনেই জানুয়ারী ৬, ২০২১ এর ক্যাপিটল হামলায় অংশ নেয়া ব্যক্তিদের ক্ষমা করবেন, যা ক্ষমা প্রদানের বিষয়ে আরও প্রত্যাশা বাড়াচ্ছে।

এরকম আরও খবর

Back to top button