গাজীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান চাপায় নিহত ৪
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছালেহা আক্তার (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় ময়মনসিংহগামী একটি ট্রাক। সে সময় সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ওই অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি ট্রাক ও কভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে। সে সময় অটোরিকশায় থাকা চারজন গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।