গাজীপুর

পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি শিরীষ গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য ও পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরীষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় পূবাইলের মেঘডুবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজিজুর রহমান শিরীষ গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের পরপর দুইবার কাউন্সিলর ছিলেন।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিরুল ইসলাম জানান, গাছা থানার একটি মামলায় পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরীষকে গ্রেপ্তার দেখিয়ে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এরকম আরও খবর

Back to top button