আলোচিতসারাদেশ

পাঁচ দিনের মধ্যে রেলের জমি খালি করার নির্দেশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রেলওয়ের জায়গা দখল করে থাকা সব স্থাপনা ও অবকাঠামো নিজ উদ্যোগে সরানোর নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

এজন্য পাঁচ দিন সময় বেঁধে দিয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মন্ত্রণালয় এক গণবিজ্ঞপ্তিতে বলেছে, নির্দেশনা না মানলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার রেলওয়ের ভূমি দখলমুক্ত করার বিশেষ উদ্যোগ নিয়েছে। এজন্য রেলের জায়গায় থাকা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে সরাতে হবে। এই সময়ের পরে দখলমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়ের মোট সম্পত্তি ৬১ হাজার ৮৬০ দশমিক ২৮ একর। আর ব্যবহার করছে ৩০ হাজার ৭৬৮ দশমিক ৫১ একর জমি। ব্যবহারের অনুমতি ও ইজারা দেওয়া হয়েছে ১৩ হাজার ২৩ একর জমি। বাকিটা রয়েছে অবৈধভাবে দখলে।

 

আরো জানতে….

কালীগঞ্জে রেলওয়ের সাড়ে ৩ একর জমি প্রাণ আরএফএল’র দখলে!

এরকম আরও খবর

Back to top button