অর্থনীতিসারাদেশ

৫ দিন বন্ধ থাকবে ডাচ্-বাংলা ব্যাংকের লেনদেন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংকটির সবধরনের ব্যাংকিং কার্যক্রম আগামী ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন বন্ধ থাকবে। ডাচ্-বাংলা ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ অনুমোদন দিয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন বিভাগ এ অনুমোদন দেয়।

জানা গেছে, জানুয়ারি মাসের প্রথম পাঁচ দিন ব্যাংকের সবধরনের লেনদেন, এটিএম বুথ, ডেবিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং (মাইক্যাশ) ও এজেন্ট ব্যাংকিংসহ ডাচ্-বাংলা ব্যাংকের সব সেবা ও কার্যক্রম বন্ধ থাকবে। তবে ক্রেডিট কার্ড গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন বা কেনাকাটা করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদন করতে ১ জানুয়ারি থেতে ৫ জানুয়ারি পর্যন্ত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির সব ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত থাকবে বলে এ বিষয়ে ওই ব্যাংকের আবেদনে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দেওয়া হয়েছে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

এরকম আরও খবর

Back to top button
10 skvělých tipů pro rychlý a snadný život: jak uvařit chutné jídlo, využít praktické lifestylové triky a pěstovat úspěšnou zahradu. Získejte užitečné rady a inspiraci právě zde! Klobásy v těstíčku: lahodné recepty na domácí pečení Těsto na kotlety: 10 originálních tipů a receptů pro Zapomeňte na Jak připravit lahodné jídlo: Salát s Recepty na klasické a Získejte tipy a triky pro zlepšení vašeho každodenního života! Na našem webu najdete užitečné rady pro vaření, jak využít domácích přísad k vytvoření chutných jídel, a také užitečné články o zahradničení. Buďte inspirací pro svůj vlastní zdravý životní styl a naučte se nové dovednosti díky našim informacím. Navštivte náš web a objevte nové možnosti pro zářivý a plnohodnotný život!