কালীগঞ্জে থাই গ্লাসের ব্যবসার আড়ালে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জে থাই গ্লাসের ব্যবসার আড়ালে গাঁজা বিক্রির দায়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বক্তারপুর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো, উত্তর খৈকড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হিমেল হোসেন (২৮) এবং পৈলানপুর এলাকার মৃত আমজাত আকন্দর ছেলে শাহীন আকন্দ (৪৪)। তারা দু’জন বক্তারপুর মার্কেটে থাই গ্লাসের ব্যবসার আড়ালে গাঁজা বিক্রি করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বক্তারপুর মার্কেটে নামমাত্র একটি থাই গ্লাসের দোকান রয়েছে হিমেল হোসেন ও শাহীন আকন্দের। তাদের দোকানে গ্লাস বিক্রি নেই বললেই চলে। সব সময় এই দোকানে বখাটেদের আড্ডা দিতে দেখা যেত। গাঁজা বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামের নেতৃত্বে ওই দোকানে অভিযান পরিচালনা করে পুলিশ। সে সময় দোকান থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে সময় তারা দু’জন গ্লাসের ব্যবসার আড়ালে গাঁজা বিক্রি করে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, গ্রেপ্তার দুই গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
আরো জানতে…….
কালীগঞ্জে জাল টাকা দিয়ে মাদক ক্রয়-বিক্রয়ের সময় গ্রেপ্তার ২
কালীগঞ্জে পোষাক কারখানায় চাকরির আড়ালে গাঁজা ব্যবসা, নারী গ্রেপ্তার
কালীগঞ্জে মদ বিক্রেতা নারী গ্রেপ্তার
কালীগঞ্জে মাদকের দুই পাইকার আটক
কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কালীগঞ্জে মদ তৈরির ‘আস্তানা’ থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার, নারী গ্রেপ্তার
কালীগঞ্জে মদ তৈরির ‘আস্তানায়’ পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩
কালীগঞ্জে মাদক বিক্রেতা খোকন গ্রেপ্তার
কালীগঞ্জে মদ তৈরির কারিগর গ্রেপ্তার
কালীগঞ্জে পাইকারি ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার
কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু, মাদক সম্রাজ্ঞী রেহানা গ্রেপ্তার