গাজীপুর

কালীগঞ্জে কলেজ ছাত্রীকে ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে!

বিশেষ প্রতিনিধি : কালীগঞ্জে অশ্লীল ছবি ফেসবুকে ভাইরাল করার ভয় দেখিয়ে এক কলেজ শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে।

সম্প্রতি এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা বাদি হয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত নেতা বক্তারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম রানা (৩৫)। তিনি ফুলদি এলাকার হাবিবুর রহমান বাবুর ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থী (১৭) একই এলাকার বাসিন্দা এবং কালীগঞ্জের একটি কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

থানায় দায়ের করা অভিযোগ ও ভুক্তভোগী শিক্ষার্থীর পিতার ভাষ্য, অভিযুক্ত শামীম রানা ও তার মা মোসাঃ সাবিনা বেগম আমাদের প্রতিবেশী। দীর্ঘদিন যাবৎ তারা আমার পরিবারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা করে আসছিলো। চলতি বছরের ১০ জানুয়ারি আমার মেয়ে কলেজের একটি অনুষ্ঠানে তার সহপাঠীদের সাথে কিছু ছবি উঠায়। পরে ওই ছবি অভিযুক্ত শামীম রানা অসৎ উদ্দেশ্যে কোন উপায়ে সংগ্রহ করে। এরপর সে প্রযুক্তির সহায়তায় আমার মেয়ের ছবির সাথে অন্য ছেলের ছবি যুক্ত করে অশ্লীল ছবি তৈরি করে। পরবর্তীতে আমার মেয়েকে ওই অশ্লীল ছবি দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে শামীম রানা। অন্যথায় ফেসবুকে ওই ছবি আপলোড করে ভাইরাল করে মানসম্মান ক্ষুন্ন করার হুমকি দেয়। ভয়ে আমার মেয়ে বসত ঘর থেকে কাউকে কিছু না বলে প্রথমে নগদ ৫০ হাজার টাকা নিয়ে শামীম রানাকে দেয়। এরপরও একই উপায়ে ভয় দেখিয়ে কয়েক দফায় আরো ১ লাখ ৩০ হাজার টাকা নেয় শামীম। সর্বশেষ গত ১৬ নভেম্বর সকালে আমার মেয়ের কাছে আরো ১ লাখ টাকা দাবি করে শামীম। এরপর আমার মেয়ে ঘরের আলমারিতে রাখা দুই লাখ টাকার মধ্যে ১ লাখ টাকা নিয়ে শামীমকে দেয়। পরে আলমারিতে এক লাখ টাকা না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে মেয়েকে জিজ্ঞেস করলে সে ঘটনার বিস্তারিত জানায়। এ বিষয়ে শামীমের পরিবারের কাছে জানতে চাইলে তারা সবাই মিলে উল্টো আমাকেসহ পরিবারের সকলকে প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে প্রতিকার চেয়ে গত ১৭ নভেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

ভুক্তভোগীর পিতা জানান, থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এরপর থেকে অভিযুক্তরা লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে। হুমকির বিষয়ে পুলিশকে জানালে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহিম শেখ।

অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা শামীম রানা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম শেখ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়েছে। তবে ঘটনা পক্ষে যথেষ্ট সাক্ষী-প্রমাণ দিতে পারেনি ভুক্তভোগী।

এরকম আরও খবর

Back to top button