আলোচিতসারাদেশ

মুন্নী সাহাকে আটক করে পুলিশে দিল জনতা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীর কাওরানবাজারে জনতার হাতে আটক হয়েছেন সাংবাদিক মুন্নী সাহা আটক।

শনিবার (৩০ নভেম্বর) রাতে কাওরানবাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কের সামনে থেকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলায় মুন্নী সাহাকে গ্রেপ্তার দেখানো হবে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।

উল্লেখ্য, টেলিভিশন সাংবাদিক ও টক শো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নী সাহার সাংবাদিকতা শুরু আজকের কাগজ দিয়ে। সেখান থেকে ভোরের কাগজে দীর্ঘসময় কাজ করার পর তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়।

এটিএন নিউজের শুরু থেকে মুন্নী সাহা এ টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০২৩ সালের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে ‘এক টাকার খবর’ নামের একটি প্ল্যাটফর্মের উদ্যোগের সঙ্গে যুক্ত হন তিনি।

এরকম আরও খবর

Back to top button