বৃষে প্রেম শুভ, মিথুনে ব্যবসায়ে লাভ
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
নক্ষত্ররা উজ্জ্বল, জটিল কাজগুলিও সহজ হবে। সৃজনশীলতা বেশি করে দেখা যাবে। প্রেমে সমস্যা।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রকল্পগুলি সম্ভবত চেনা পথে চলবে না। পরিবারের পরিবেশ প্রাণোচ্ছল থাকবে। প্রেম শুভ।
মিথুন: (২২মে – ২১ জুন)
ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে। তবে আইনি জটিলতার যোগ আছে। প্রেম শুভ।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। সময়ে কাজ শেষ না করতে পারায় সম্ভবত চাপে থাকবেন।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি প্রতিকূল হতে পারে। ঊর্ধ্বতনদের খারাপ ব্যবহার। দাম্পত্য যোগে শান্তি ভঙ্গ হতে পারে।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
প্রেমযোগে চমক অপেক্ষা করছে। বাসায় উৎসবের পরিবেশ বজায় থাকবে। পদোন্নতি।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যক্তিগত জীবন ও কর্মক্ষেত্রে উন্নতির আদর্শ দিন। প্রমোদ ভ্রমণের সম্ভাবনা। ব্যবসায়ে শুভ।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আবেগ সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে পারে। আইনি বিষয়গুলিতে জটিলতা। প্রেম নিয়ে সমস্যা।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
দিনটি শুভ। প্রিয়জনের থেকে চমক আসতে পারে। দাম্পত্যযোগ শুভ। ব্যবসায়ে শুভ।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। অসম্পূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় মানসিক শান্তি থাকবে।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক সমস্যা কমে আসবে। আর্থিক যোগ মিশ্র। কর্মে পরিস্থিতির উন্নতি ঘটবে। প্রেম যোগ মিশ্র।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
একসঙ্গে অনেকগুলি বিষয় চলে আসতে পারে। সম্পত্তি সংক্রান্ত আইনি জটিলতা। প্রেমের জন্য দিনটি অনুকূল নয়।