গাজীপুর

কালীগঞ্জে লাউ চুরির অভিযোগে বিলু হত্যা : ২৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে লাউ চুরির অভিযোগে তর্কের জেরে শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলু (৩৫) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফালানকে দীর্ঘ ২৮ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

বুধবার (২৭ নভেম্বর) সকালে তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

গ্রেপ্তার ফালান বাহাদুরসাদী এলাকার মৃত তালেব আলীর ছেলে। ১৯৯৫ সাল থেকে তিনি পলাতক ছিলেন।

নিহত শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলু ঈশ্বরপুর গ্রামের সৈয়দ আলী ওরফে কিতাবের ছেলে।

এর আগে একই মামলায় দীর্ঘ ২৭ বছর পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি আব্দুল আজিজকে ২০২২ সালের ১৬ আগস্ট গ্রেপ্তার করেছিল র‍্যাব-১।

জানা গেছে, শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলুর গৃহকর্মী জাকারিয়া লাউ চুরি করে এমন অভিযোগে আসামি ফালানসহ অন্যদের সঙ্গে তর্ক হয় বিল্লাল হোসেন বিলুর। ১৯৯৫ সালে ৭ ডিসেম্বর আসামি রুস্তম এ বিষয়ে কথা বলার জন্য বিলুকে বাড়ি থেকে ডেকে ঈশ্বরপুর বাজারে নেয়। পরে লাউ চুরিসংক্রান্ত তর্কের জেরে আসামি ফালান তার হাতে থাকা কুড়াল দিয়ে বিল্লালের মাথায় আঘাত করেন। এতে রক্তাক্ত হয়ে বিল্লাল ঈশ্বরপুর বাজারের দক্ষিণ দিকে রাস্তায় উঠলে আরও কয়েকজন তাকে ধরে কোপাতে থাকেন। পরে তিনি রাস্তার দক্ষিণ পাশের জোতিন্দ্র বাবুর জমিতে পড়ে যান। এসময় আসামি আব্দুল আজিজ তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে বিল্লালকে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করেন।

এ ঘটনায় ওইদিন রাতে (৭ ডিসেম্বর) নিহতের ছোট ভাই মো. জালাল উদ্দিন বাদী হয়ে ঘটনায় জড়িত আসামিসহ ফালান, কাদির, ছাদির, কালাম, বাজিত, আজিজ, ওসমান, ছামাদ, হুমায়ুন, রুস্তম আলীসহ মোট ১০ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন {৩(১২)৯৫}। মামলার পর আসামি ফালান আত্মগোপনে চলে যান।

মামলার তদন্ত শেষে ১৯৯৭ সালে ১৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে দীর্ঘ শুনানির পর ২০১৮ সালের ২৩ এপ্রিল গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ফজলে এলাহী ভূইয়া পলাতক আসামি ফালানসহ ১৩ জনকে ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক ছিলেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। পাশাপাশি তাদের গ্রেপ্তারে র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য অন্য সদস্যদের সহায়তা চাওয়া হয়। এরঅংশ হিসেবে শ্রমিক নেতা বিল্লাল হোসেন বিলু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফালানকে দীর্ঘ ঘটনার ২৮ বছর পর গ্রেপ্তার করে বুধবার থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

 

আরো জানতে…….

কালীগঞ্জের বিল্লাল হত্যা: ২৭ বছর আত্মগোপনে থাকা ফাঁসির আসামি আজিজ গ্রেপ্তার

কালীগঞ্জে হত্যাকাণ্ড : ১৮ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কালীগঞ্জে অর্থ আত্মসাৎ করে পালিয়ে দেশ ছাড়ার প্রস্তুতিকালে দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নাম-পরিচয় পাল্টে ১৪ বছর আত্মগোপনে ফাঁসির আসামি, অবশেষে ধরা পুলিশের হাতে

কালীগঞ্জের আলোচিত মহিউদ্দিন হত্যা: ১৪ বছর পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এরকম আরও খবর

Back to top button