আইন-আদালত

ইসকন ইস্যুতে আগামীকালের মধ্যে সরকারের পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে আদালতে ডেকে পাঠানো হয়।

বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। আদালতে আবেদনকারী আইনজীবী পত্রিকাসহ গতকালের ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আদালতে এসে বলেন, “সারাদেশের মানুষের মতো তারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তবে তিনি অনুরোধ করেন, এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত যেন আদালত না নেয়। কারণ সরকার ইতোমধ্যে পদক্ষেপ নিতে শুরু করেছে এবং এটি সরকারের এখন ১ নম্বর এজেন্ডা।”

আদালত তখন প্রশ্ন করে, “চট্টগ্রাম ও রংপুরে এসব ঘটনা কী শুরু হয়েছে?” এর জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “এ বিষয়ে কাজ শুরু হয়েছে।”

পরে হাইকোর্ট আদালতের পরবর্তী নির্দেশে বলেন, “বিকেলের মধ্যে আমাদের বিস্তারিত জানাতে হবে।” তবে অ্যাটর্নি জেনারেল বলেন, “আমাকে একদিন সময় দিন, আগামীকাল এ বিষয়ে জানাবো, আজকের মধ্যে সম্ভব হবে না।”

আদালত তার পরবর্তী আদেশে বলেন, “ঠিক আছে, কালকের মধ্যে একটি প্রতিবেদন দিন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই অবনতি না ঘটে, সেদিকে খেয়াল রাখবেন।

এর আগে, মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে তাকে কারাগারে নেওয়ার পথে ইসকন সদস্য ও চিন্ময়ের অনুসারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করে, তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় তারা আদালত চত্বরে অবস্থিত মসজিদে ভাংচুর চালায়। একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। পরে, সাইফুলকে ধরে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।

এরকম আরও খবর

Back to top button