গাজীপুর

কালীগঞ্জে শীতলক্ষ্যায় ডুবে ‘চরকা টেক্সটাইলের’ শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে শীতলক্ষ্যার পানিতে ডুবে ফরিদা বেগম (৪৪) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মূলগাঁও এলাকার ফুলেশ্বরী প্রাণ ঘাট সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটেছে।

নিহত ফরিদা বেগম মৃত আনিছুর রহমানের স্ত্রী। তিনি কালীগঞ্জের মূলগাঁও এলাকায় বসবাস করে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর এলাকায় অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের ‘চরকা টেক্সটাইল লিঃ’-এ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় অফিস ছুটির পর চরকা টেক্সটাইল লিঃ থেকে কোম্পানির নিজস্ব ট্রলারে অন্য শ্রমিকদের সঙ্গে ফরিদা বেগম মূলগাঁও ফিরছিলেন। সে সময় ফুলেশ্বরী প্রাণ ঘাট সংলগ্ন এলাকায় পৌঁছে ট্রলার ঘাটে ভেড়ার সময় হঠাৎ শীতলক্ষ্যা নদীতে পড়ে পানিতে তলিয়ে যায় ফরিদা বেগম। তাৎক্ষণিক স্থানীয়রাসহ ট্রলারে থাকা সহকর্মীরা নদীতে নেমে তাকে সন্ধান করতে থাকে। একপর্যায়ে তার দেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এরকম আরও খবর

Back to top button