পূর্বাচলে লেক থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে পূর্বাচল উপশহরের ১৫ নম্বর সেক্টরের একটি লেক থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাগরী ইউনিয়নের বাসাবাসি এলাকায় থাকা পূর্বাচল উপশহরের ১৫ নম্বর সেক্টরের ৫৬ নম্বর ব্রিজ সংলগ্ন লেকের পানিতে ভাসতে থাকা এক যুবকের লাশ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে বিকেলে ভাসমান অবস্থায় (উলঙ্গ) থাকা লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। লাশটি দীর্ঘদিন পানিতে থাকায় মুখের বিভিন্ন অংশের চামড়া খসে পড়েছে। এছাড়াও গলায় আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। নিহতের পরনে কালো গেঞ্জি রয়েছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।