ইসরায়েলি ভূখণ্ডে ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি ভূখণ্ডে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনীও ইরান-সমর্থিত গোষ্ঠীটির ঘাঁটিতে একাধিক হামলা চালিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে হিজবুল্লাহর নিক্ষিপ্ত প্রায় ৮০টি প্রজেক্টাইল লেবানন থেকে ইসরায়েলে প্রবেশ করেছে। তবে কোনো হতহাতের তথ্য জানায়নি তারা।
মূলত গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত শুরু হয় ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। বিমান হামলার পর স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল। তবে সংঘাতে লেবাননের বেসামরিক মারা যাওয়া পাশাপাশি অনেক ইসরায়েলি সেনাও নিহত হচ্ছে। হিজবুল্লাহ প্রতিরোধে প্রায় প্রতিদিনই তাদের মৃত্যুর খবর আসছে।