আন্তর্জাতিকআলোচিত

সিআইএ প্রধান হিসেবে জন র‍্যাটক্লিফকে নিয়োগ দিলেন ট্রাম্প

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান হচ্ছেন জন র‍্যাটক্লিফ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ তার নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে (২০২০ থেকে ২০২১) জন র‍্যাটক্লিফ জাতীয় গোয়েন্দা সংস্থার (ডিএনআই) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবার আসছেন সিআইএ-এর দায়িত্বে।

প্রথমবার গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার সময়, র‍্যাটক্লিফ রাশিয়ার ২০১৬ সালের নির্বাচনে প্রভাব বিস্তার সম্পর্কিত অপ্রমাণিত তথ্য প্রকাশ করেছিলেন, যা বিতর্ক তৈরি করেছিল। সমালোচকরা তখন দাবি করেছিলেন যে, র‍্যাটক্লিফ তার অবস্থান ব্যবহার করে ট্রাম্পের রাজনৈতিক লাভের জন্য গোয়েন্দা তথ্য প্রকাশ করছিলেন।

ট্রাম্প মঙ্গলবার ট্রুথ সোশ্যাল-এ র‍্যাটক্লিফের বিশ্বস্ততা তুলে ধরে বলেন, ‘ফেইক রাশিয়ান কোলিউশন কেলেঙ্কারি প্রকাশ থেকে শুরু করে, এফবিআই-র সিভিল লিবার্টি লঙ্ঘন ধরা, জন র‍্যাটক্লিফ সবসময়ই আমেরিকান জনগণের জন্য সত্য এবং সততার যোদ্ধা ছিলেন।’

২০১৯ সালে প্রথমবার তাকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনীত করা হলেও, তার জাতীয় নিরাপত্তা সঙ্গতিপূর্ণতার ব্যাপারে প্রশ্ন ওঠায় মনোনয়ন প্রত্যাহার করা হয়। পরবর্তীতে ২০২০ সালে পুনরায় মনোনীত হয়ে সিনেটের ৪৯-৪৪ ভোটে অনুমোদন লাভ করেন তিনি।

র‍্যাটক্লিফ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত টেক্সাসের ৪র্থ কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এবং হাউস ইন্টেলিজেন্স ও জুডিশিয়ারি কমিটির সদস্য ছিলেন।

এরকম আরও খবর

Back to top button