গাজীপুরমেট্রো পুলিশ

জিএমপি’র নতুন কমিশনার ড. মো. নাজমুল করিম খান

নিজস্ব প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. মো. নাজমুল করিম খান।

সোমবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আগের কমিশনার খোন্দকার রফিকুল ইসলামকে গত ২৪ অক্টোবর অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশের বিশেষ শাখার প্রধান করা হয়। এরপর এ পদে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা নাজমুল করিম খান। তিনি জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। নাজমুল করিম খান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (এসপি) হিসেবে ফরেনসিক বিভাগে কর্মরত থাকাঅবস্থায় ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায় তৎকালীন সরকার। সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব পেয়ে আদালতে থাকা মামলা প্রত্যাহারের শর্তে আওয়ামী লীগ সরকারের সময়ে অবসরে পাঠানো এই পুলিশ কর্মকর্তার চাকরি ফিরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। গত ২৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চাকরি ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়। অবসরে পাঠানো এ পুলিশ কর্মকর্তা চাকরি ফিরে পেতে আদালতে মামলা দায়ের করেছিলেন।

পরবর্তীতে গত ০৩ সেপ্টেম্বর ড. নাজমুল করিম খানকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর পুলিশ সদরে সংযুক্ত ছিলেন। সেখান থেকে গত ৬ অক্টোবর তাকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায় ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছিল।

জানা গেছে, ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকারের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছিল, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুয়ায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হলো।

উল্লেখ্য : ড. মো. নাজমুল করিম খান কিশোরগঞ্জের কৃতি সন্তান। তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ (অবসরপ্রাপ্ত) রেজাউল করিম খান চুন্নু। এছড়াও রেজাউল করিম খান চুন্নু জজ এসোসিয়েশনের পরপর তিনবারের নির্বাচিত মহাসচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে থেকে জাতীয় সংসদ নির্বাচন অংশ নিয়েছিলেন রেজাউল করিম খান চুন্নু।

 

আরো জানতে…….

পদোন্নতি পেয়ে এসবি প্রধান হলেন জিএমপি কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম

এরকম আরও খবর

Back to top button