গাজীপুরে চার উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্বে প্যানেল চেয়ারম্যান
নিজস্ব সংবাদদাতা : গাজীপুরের চার উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে জনসেবা সচল রাখতে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব দেয়া হয়েছে।
রোববার (১০ নভেম্বর) জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক মোঃ হাসিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, কাপাসিয়া, কালিয়াকৈর, কালীগঞ্জ এবং শ্রীপুর উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদ সচল রেখে জনসেবা অব্যাহত রাখতে স্থানীয় সরকার বিভাগ থেকে গত ১৯ আগস্ট জারি করা পরিপত্রের আলোকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৩, ১০১ ও ১০২ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব অর্পণ করা হলো।
যারা দায়িত্ব পেলেন
আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানরা হলো, কাপাসিয়ার বারিষাব ইউনিয়ন পরিষদে মোঃ কামাল হোসেন (প্যানেল-১), দুর্গাপুরে মোঃ কাইয়ুম মোল্লা (প্যানেল-১), কড়িহাতায় মোঃ লুৎফর রহমান (প্যানেল-১) এবং সনমানিয়ায় শফিকুল ইসলাম (প্যানেল-১)।
কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়ন পরিষদে আছানুদ্দিন (প্যানেল-১), ফুলবাড়িয়ায় জয়নাল আবেদীন (প্যানেল-১), চাপাইর মোঃ শহিদুল ইসলাম (প্যানেল-১) এবং মৌচাকে ফিরুজা বেগম (প্যানেল-২)।
কালীগঞ্জের নাগরী ইউনিয়ন পরিষদে মোঃ মনির খান (প্যানেল-২), জামালপুরে মোসা: সুফিয়া বেগম (প্যানেল-৩), মোক্তারপুরে আইয়ুব বাগমার (প্যানেল-৩) এবং বাহাদুরসাদী মোঃ পনির মিয়া (প্যানেল-২)।
শ্রীপুরের মাওনা ইউনিয়ন পরিষদে মোঃ মতিউর রহমান (প্যানেল-১), তেলিহাটি মোঃ মোবারক হোসেন মুরাদ (প্যানেল-১), কাওরাইদে মোঃ আঃ সামাদ (প্যানেল-২) এবং গাজীপুরে মিনারা আক্তার (প্যানেল-৩)।
যদিও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানান, তাঁরা নিয়মিত ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে সকল কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবু কি কারণে তাঁদের অনুপস্থিত বলা হচ্ছে এ বিষয়ে জানতে দ্রুতই জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করবেন তাঁরা। প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়ার কথাও বলেন কেউ কেউ।