আলোচিতসারাদেশ

‘গোপন বৈঠক’ থেকে ১৯ ইউপি সদস্য গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কক্সবাজারের কলাতলীতে ইউনি রিসোর্ট নামে একটি আবাসিক হোটেল থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা গোপন বৈঠক করছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে হোটেলটির সম্মেলন কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলার নয়টি উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় অংশ নিয়েছিলেন ওই ইউপি সদস্যরা। একপর্যায়ে পুলিশ এসে সভাটি পণ্ড করে দেয়। ঘণ্টাব্যাপী পুলিশ হল রুম ঘেরাও করে রাখে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান সংবাদ মাধ্যমকে জানান, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা গোপন বৈঠক করছে–এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালাতে যায় পুলিশ। বৈঠকে ৭০ জন ইউপি সদস্য উপস্থিত থাকলেও মামলা থাকায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

গ্রেপ্তার হওয়া টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জহির আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, জেলার ইউপি সদস্যের নিয়ে গঠিত সংগঠন মেম্বারস অ্যাসোসিয়েশনর আলোচনা সভা ছিল। আমরা প্রায় ৭০ জনের মতো ইউপি সদস্য উপস্থিত ছিলাম। সেখানে দেশের ক্লান্তিকালে কীভাবে কাজ করা যায়, সেটি নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ অতর্কিতভাবে পুলিশ ঢুকে গ্রেপ্তার করে।

এদিকে হোটেল ঘেরাও করে অভিযান চালানোয় জনমতে আতঙ্ক সৃষ্টি হয়। অনেক পর্যটককে হোটেল কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়।

এরকম আরও খবর

Back to top button