পূবাইলে পোশাক শ্রমিক হত্যা, গ্রেপ্তার-৪
নিজস্ব প্রতিনিধি : মহানগরের পূবাইলে পোশাক শ্রমিক রাজিব আকন (৩২) হত্যা মামলার চার আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো- হবিগঞ্জের চুনারুঘাট থানার হিমালিয়া এলাকার চাঁন মিয়া (২৭), শেরপুরের নালিতাবাড়ী থানার সিধুলী চৌরাস্তা এলাকার আমির হামজা (২৩), ময়মনসিংহের মুক্তাগাছা থানার দাওগাঁও এলাকার গোলাম মোস্তফা (২৯) ও জিএমপি পূবাইল থানার চামুড্ডা মোক্তার হোসেন (৩২)। চাঁন মিয়া ও আমির হামজা মহানগরের পাগাড় এলাকায় এবং গোলাম মোস্তফা মহানগরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ভাড়ায় বসবাস করত।
উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, বাগেরহাটের মোড়লগঞ্জ থানার মধ্যবরিশাল এলাকার আবুল কালাম আকনের ছেলে রাজিব আকন মহানগরের পূবাইল থানার হারবাইদ এলাকায় ভাড়ায় বসবাস করে স্থানীয় হাড়ীবাড়ীরটেক এএন্ড ট্রাউজার্স গার্মেন্টস কারখানায় চাকুরী করত। গত ৩ নভেম্বর সকালে ইজিবাইকযোগে কারখানায় যাচ্ছিল সে। পথে বসুগাঁও এলাকায় পৌঁছলে দুইটি মোটরসাইকেল যোগে আসা ৫/৬ যুবক ইজিবাইকের গতিরোধ করে রাজিব আকনকে গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত কোপায়। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে রাজিবকে ফেলে পালিয়ে যায় যুবকরা। পরে তাকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ নভেম্বর মারা যান রাজিব। এ ব্যাপারে নিহতের পিতা বাদি হয়ে মামলা করেন।
উপ-কমিশনার আরো বলেন, তথ্য প্রয্যুক্তি সহযোগীতায় অভিযান পরিচালনা করে চাঁন মিয়া, আমির হামজা ও গোলাম মোস্তফাকে মহানগরের মরকুন এলাকা থেকে এবং মোক্তার হোসেন মীরেরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো বলেন, তারা ঘটনার সাথে জড়িত এবং রাজিব আকনকে দেশীয় ধারালো চাকু, ছুরি, দা দিয়ে এলোপাতারী কুপিয়েছে বলে মর্মে স্বীকার করেছে।