কাশিমপুরে ফ্ল্যাট থেকে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের কাশিমপুরের একটি ফ্ল্যাট থেকে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) মধ্য রাত ২টার দিকে কাশিমপুরের মাধবপুর উত্তরপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন – সাতক্ষীরা জেলার দেবহাটা থানার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো. রাসেল হোসেন (২৩) এবং ভোলা জেলার সদর থানার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত দু’জন স্থানীয় রেজাউল করিমের বাসায় ভাড়া থেকে দীর্ঘ দিন ধরে একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন। মঙ্গলবার ওই কারখানার মালিক ফোন করে বাসার কেয়ারটেকার বকুলকে বলেন, রাসেল ও সুফিয়ান সারাদিন কারখানায় আসেনি। তখন কেয়ারটেকার বকুল রাত আনুমানিক ১১টার দিকে বাসায় এসে দেখেন চারতলায় রুমের ভেতরে তাদের গলাকাটা লাশ পড়ে আছে। পরে কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।