টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক অন্ততঃ ৫৯, বিপুল পরিমাণ মাদক উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীর কেরাণিরটেক বস্তি ও জাবান হোটেল সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অন্ততঃ ৫৯ জন নারী-পুরষকে আটক করেছে। একই সঙ্গে অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার (৩ নভেম্বর) ভোর রাত থেকে সকাল ৭টা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানে অংশ নেয়া সেনা কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানান, মাদক বিক্রির হটস্পট হিসেবে পরিচিত টঙ্গীর কেরানিটেক বস্তি। এছাড়া জাবান হোটেলে মাদক ও নারী ব্যবসা চলে বলে অভিযোগ দীর্ঘদিনের। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাত থেকে সকাল ৭টা পর্যন্ত কেরানিটেক বস্তি ও জাবান হোটেলে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে কেরানিটেক বস্তি ও জাবান হোটেল থেকে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার, গাঁজা, ইয়াবা, মদ, ফেন্সিডিলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্ততঃ ৫০০ সদস্য অংশ নিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।