এসিড কারখানা বন্ধের দাবিতে কালিয়াকৈরে মানববন্ধন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পরিবেশ দুষণকারী এসিড কারখানা বন্ধের দাবিতে কালিয়াকৈর উপজেলার ফকিরচালা এলাকায় মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থী ও স্থানীয়রা।
সোমবার দুপুরে মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ রেখে ওই কারখানার সামনে এ মানববন্ধন হয়।
গত ২০০৮ সাল থেকে অবৈধভাবে গুডউইল বেসিক কেমিক্যাল নামে একটি এসিড কারখানায় সালফিউরিক এসিড তৈরি করে আসছে। বিষাক্ত এসিডে আশপাশের ৬-৭টি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় লোকজন অসুস্থ হয়ে পড়ছে। এছাড়া গাছপালা, ধানক্ষেত্রসহ বিভিন্ন শস্যাদি নষ্ট হয়ে যাচ্ছে এবং মানুষ ও পশু-পাখিসহ বিভিন্ন প্রাণি নানা প্রকার রোগে আক্রান্ত হচ্ছে। এসব সমস্যা থেকে বাঁচতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও এলাকাবাসী বিক্ষোভ-মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন চৌধুরী বাবু, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন তুলা, স্থানীয় সাবেক ইউপি সদস্য আকবর হোসেন, উপজেলা করাতকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু, দেওয়ান মো. ইব্রাহীম প্রমুখ।