গাজীপুরসারাদেশ

আত্মগোপনে থাকা গাজীপুরের যুবলীগ নেতা আলমগীর হোসেন গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর গাজীপুর ছেড়ে পালিয়ে কক্সবাজারে গিয়ে আত্মগোপনে থাকা গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম আলমগীর হোসেনকে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা ধরে যৌথ বাহিনীর হাতে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (৩১অক্টোবার) দিবাগত মধ্য রাতে কলাতলী হোটেল -মোটেল জোন থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর গাজীপুর থেকে পালিয়ে কক্সবাজারে চলে যান গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম আলমগীর হোসেন। এরপর প্রায় দুই মাস যাবত কক্সবাজারের বিভিন্ন হোটেল আত্মগোপন থাকতে শুরু করেন এস এম আলমগীর হোসেন। এমন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের হোটেল-মোটেলে সজাগ দৃষ্টি রেখে নিজেরাই ‘রেড জোন’ চিহ্নিত করছেন কক্সবাজারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। পরে তাদের হাতে আটক হন গাজীপুরের এই যুবলীগ নেতা। এরপর যৌথ বাহিনীর মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়ে তাদের হাতে সোপর্দ করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, আলমগীর হোসেনের নামে চাঁদাবাজি, জমি দখল, অস্ত্র সরবরাহ এবং পাঁচটি হত্যা মামলা রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর প্রকাশ্যে গুলি করেন। এছাড়া ছাত্র হত্যার একটি মামলায় তাকে ৫০ নম্বর আসামি করা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ নম্বর আসামি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আযীম নোমান সংবাদ মাধ্যমকে জানান, গ্রেপ্তার যুবলীগ নেতাকে গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কক্সবাজারের বিভিন্ন হোটেল-মোটেলে আত্মগোপনে রয়েছেন।

এরকম আরও খবর

Back to top button