গাজীপুর

কালীগঞ্জে প্রাণ-আরএফএলের কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ: দুই বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জে প্রাণ-আরএফএলের কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল চালক।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে জয়দেবপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে আজমতপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো নরুন এলাকার সিরাজ উদ্দিন আকন্দের ছেলে মোস্তাফিজুর রহমান (২০) এবং রফিকুল ইসলামের ছেলে নাহিদুল আকন্দ (২০)।

আহত মোটরসাইকেল চালক নিলয় খন্দকার (২১) একই এলাকার ছানাউল্লাহ খন্দকারের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তিন বন্ধু মিলে ফুটবল খেলা দেখার জন্য মোটরসাইকেল যোগে কালীগঞ্জের জামালপুর যাচ্ছিলো। পথে আজমতপুর চৌরাস্তা এলাকায় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা গাজীপুরগামী প্রাণ-আরএফএলের (ঢাকা মেট্রো অ ১১-৩৯০৯) পণ্য বোঝাই একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর রহমান মারা যায়। গুরুতর আহত অবস্থায় অপর দু’জনকে ঢাকায় নেয়ার পথে অপর আরোহী নাহিদুল আকন্দের মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মিলন মিয়া বলেন, দুপুরে আজমতপুর চৌরাস্তা এলাকায় প্রাণ-আরএফএলের পণ্য বোঝাই একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। অপর দু’জনকে ঢাকায় নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ফেলে চালক পালিয়ে গেছে। কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

আরো জানতে…

কালীগঞ্জে আরএফএলের কাভার্ডভ্যান চাপায় পাঁচজনের মৃত্যু

এরকম আরও খবর

Back to top button