রাশিফল

বৃষ দিনটি উপভোগ করুন, মীনের মানসিক অস্থিরতা

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ইতিবাচক ভাবনা। ব্যবসায়ে সফলতা। পছন্দের মানুষটিকে চমক দিতে পারেন। যাত্রা যোগ শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
দিনটি উপভোগ করবেন। সাফল্য ও সুন্দর জীবন। যশ ও সম্মান লাভ। প্রেমযোগ শুভ।

মিথুন: (২২মে – ২১ জুন)
অর্থ, সঞ্চয় ইত্যাদি সবকিছুর জন্যই দিনটি অসাধারণ। কিছু শুভ চেষ্টা বাস্তবে রূপায়িত হতে পারে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
অনুভূতিগুলি নিয়ন্ত্রণহীন হয়ে উঠতে পারে। সৃজনশীলতা ও নতুন ব্যবসার পরিকল্পনা। ধর্মীয় ভাবনা প্রকাশ পেতে পারে।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কর্মস্থানে খুব সহজে ছুটি নাও পেতে পারেন। অলস বোধ এবং মনঃসংযোগ হীনতা। প্রেম যোগে শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
দিনটি খুব সহজ নাও হতে পারে। প্রেম যোগ শুভ। কর্মে ঊর্ধ্বতনদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
দিনটি সৌভাগ্যময় হতে পারে। বিভিন্ন দিক থেকে লাভের সুযোগ আসবে। আর্থিক যোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
অপছন্দের মন্তব্যে মানসিক বিব্রতা। মেজাজ নিয়ন্ত্রণহীন হয়ে উঠতে পারে। প্রেমে বাধা।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মযোগে টুকটাক বিবাদ থাকবে। তবে দিনটিকে উপভোগ করবেন। প্রেমে আত্মবিশ্বাস।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
নির্ধারিত প্রকল্পগুলি ও আর্থিক চুক্তিগুলির ব্যাপারে মনসংযোগহীন। দিনের শুরুতে বাধার সম্মুখীন হতে পারেন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
মন আজ অনুভূতিপ্রবণ থাকবে। এই অনুভূতিগুলি ইতিবাচক প্রভাব ফেলবে। আর্থিক যোগ মিশ্র।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মানসিক অস্থিরতা বোধ করতে পারেন। কর্মযোগ শুভ। ব্যবসায়ে আর্থিক লেনদেন। প্রেমযোগ মিশ্র।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button