ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাতে প্রস্তুত ইরান
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত ইসলামী প্রজাতন্ত্র ইরান। জাতীয় নিরাপত্তা বিভাগের সাথে সম্পর্কযুক্ত একটি সূত্র ইরানের গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।
সূত্রটি ইরানের তাসনিম নিউজকে বলেছে, ইসরাইলের যেকোন আগ্রাসনের জবাব দেয়ার অধিকার রাখে ইরান। ফলে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, ইরানের বিরুদ্ধে যেকোন পদক্ষেপের উপযুক্ত জবাব পাবে ইসরাইল।
ইরান বলেছে, সরকার দেশকে রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজেকে রক্ষার অধিকার তার আছে। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদও এই অধিকারের স্বীকৃতি দিয়েছে বলে ইরান উল্লেখ করেছে।
এদিকে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন ব্যর্থ করে দেয়ার জন্য ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক প্রশংসা করেছেন। তিনি বলেছেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী যে ভূমিকা পালন করেছে তাতে ইরানের জাতীয় অহংকার সমুন্নত রয়েছে।
তিনি বলেন, ইরানের জনগণ তাদের দেশের প্রতিরক্ষা শক্তি এবং আস্থার জন্য গর্বিত। মোহাজেরানি বলেন, ইরান হচ্ছে একটি শক্তিশালী দেশ এবং ইসরাইলের অপতৎপরতা ইরানের জন্য কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না।
গতরাতে ইসরাইলি আগ্রাসনের পর ইরানের জনজীবন স্বাভাবিক রয়েছে।