গাজীপুরজেলা প্রশাসন

যুগ্ম-সচিব হলেন গাজীপুরের ডিসি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে (৬৪০৭) যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

অপর এক আদেশে সদ্য পদোন্নতি প্রাপ্ত যুগ্মসচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে বিসিএস প্রশাসন একাডেমিতে পরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

আলাদা এক আদেশে যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া এই কর্মকর্তাকে পদোন্নতির অব্যহতির পূর্বে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ‘ইনসিটু পদায়ন’ (আগের পদে পুনর্বহাল) আগের পদ ও কর্মস্থলে বহাল করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

রোববার (১৬ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব মো: তামিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মুহম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত আলাদা এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে পদোন্নতির অব্যহতি পূর্বে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ‘ইনসিটু পদায়ন’ (আগের পদে পুনর্বহাল) আগের পদ ও কর্মস্থলে বহাল করা হয়।

এছাড়াও অপর এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মুহম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলিপূর্বক প্রেষণে যুগ্ম-সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে বিসিএস প্রশাসন একাডেমিতে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ জুন (মঙ্গলবার) এক আদেশে ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে বিসিএস প্রশাসন একাডেমিতে পরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছিল।

এবং গাজীপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক এস. এম. তরিকুল ইসলামকে (৬৮৭২)।

(বিসিএস) ১৭ তম ব্যাচের কর্মকর্তা ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ২০১৭ সালের ১৫ মে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে গাজীপুরে যোগদান করেছিল।

 

যুগ্ম-সচিব পদে পদোন্নতির প্রজ্ঞাপন

‘ইনসিটু পদায়ন’র প্রজ্ঞাপন

বদলিপূর্বক পরিচালক হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button