রাশিফল

কন্যার বিবাদের সম্ভাবনা, আর্থিক লাভবান হতে পারে ধনু

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে সমস্যা হতে পারে। অর্থব্যয় রয়েছে। যাত্রাযোগ শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মে নেতিবাচক ব্যবহার প্রভাব ফেলবে। সামাজিক শুভ অনুষ্ঠানে যোগদান। ব্যবসায়ে শুভ।

মিথুন: (২২মে – ২১ জুন)
কর্মযোগে সৃজনশীলতা ফুটে উঠবে। সামাজিক সম্মান লাভ। প্রেম নিয়ে চিন্তা থাকবে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কাজগুলো সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সফল হবেন। পদোন্নতির সম্ভাবনা। ব্যবসা সূত্রে বিদেশ যাত্রা।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কর্মক্ষেত্রে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। ব্যবসায় উন্নতি। আর্থিক যোগ শুভ। প্রেম শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
অধৈর্য ও অস্থিরতা সমস্যা বাড়িয়ে তুলতে পারে। ব্যয় বাড়বে। ব্যবসার অংশীদারের সঙ্গে বিবাদের সম্ভাবনা।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
বর্তমানের কোনো কাজ আগামী দিনে সহায়ক হবে। আত্মবিশ্বাসের অভাব। অর্থনাশের সম্ভবনা।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
দূরবর্তী স্থানে আত্মীয়র সঙ্গে যোগাযোগ উপকৃত করবে। সম্পত্তি নিয়ে চিন্তা বাড়তে পারে।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি শুভ। সামাজিক অবস্থানের উন্নতি। আর্থিক লাভবান।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কোন সিদ্ধান্ত নিয়ে মনে জড়তা থাকবে। প্রেম অথবা দাম্পত্য জীবনে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কর্মযোগে কঠোর পরিশ্রম। উন্নত চিন্তাভাবনায় সফলতা দেবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে পারেন। আর্থিক বিষয়ে সাবধানতা দরকার। ধর্মীয় বিষয়গুলিতে ঝোঁক দেখা দেবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button