পূবাইলে পোলট্রি ফার্মে হামলা: নয় জনকে আসামি করে থানায় অভিযোগ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলের বাড়ইবাড়ি এলাকায় জমি ও মাছের খামার নিয়ে বিরোধের জেরে ‘রাজীব পোলট্রি ফার্মে’ হামলার অভিযোগ উঠেছে।
বুধবার রাত ১২টার দিকে ৮-৯ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে খামারে হামলা চালায়।
হামলায় আতংকজনিত কারণে খামারের ৫০-৬০টি মুরগী মারা যায় এবং খামারের মালিকের স্ত্রীর শ্লীলতা হানী করা হয়েছে।
এ বিষয়ে নয় জনকে আসামি করে খামার মালিক মাহমুদুল হাসান রাজিবের স্ত্রী রুপা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার জিএমপি’র পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ করে রুপা আক্তার বলেন, মাছের খামার, মসজিদ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে বিবাদীরা নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে মিথ্যা মামলা করলে দুজনকে আটক করে পুলিশ। এছাড়াও খামার ও বাড়ি ছাড়া করেছে রেখেছে তার স্বামী রাজীব এবং খামারের এক শ্রমিককে।
স্থানীয় কাউন্সিল মো. মোমেন মিয়া ও সাবেক পূবাইল ইউনিয়ন আ’লীগ সভাপতি আলী হোসেন মাস্টার জানান, গত সোমবার জমির বিরোধের চূড়ান্ত সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু আগেই মোটরসাইকেল পোড়ানোর মামলা দেয়ায় সালিশ পণ্ড হয়ে যায়। দীর্ঘ দিন যাবত বিভিন্ন ভাবে ওই বৃহৎ খামারি পরিবারটিকে নানা ভাবে হয়রানি করা হচ্ছে।
পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।