গাজীপুর কণ্ঠ ডেস্ক : নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রামের খুলশি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে নগরীর খুলশী থানাধীন আব্দুল মালেক লেইন থেকে তাকে গ্রেপ্তার কর হয়।
র্যাব-৭, এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নোয়াখালী সদর ও সুবর্নচর উপজেলা মিলে গঠিত নোয়াখালী- ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম সরকার পতনের বেশ কিছু দিন আগে থেকেই আলোচনা ছিলেন। বিভিন্ন রকম বক্তব্য দিয়েও তিনি সময়ে সময়ে আলোচনা তৈরি করেছেন।
তার বিরুদ্ধে এলাকায় পরিবারতন্ত্র কায়েমের অভিযোগও করেছেন তার দল আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। তিনি সংসদ সদস্য হওয়ার পর তার স্ত্রী কামরুন নাহার শিউলী নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান হন। গত মে মাসে সুবর্নচর উপজেলা নির্বাচনে তার ছেলে শাবাব করিম চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন।
এর বাইরে ভাই সুন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার ভাতিজা জহিরুল হক রায়হান কবিরহাট পৌরসভার মেয়র।
স্থানীয়দের অভিযোগ তার পরিবারের অন্তত একডজন সদস্যকে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত করেছেন একরামুল।