জাতীয়

সংস্কারে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ, অন্তবর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে জাতিসংঘ।

নিউ ইয়র্কে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই সমর্থন ব্যক্ত করেন।

বৈঠকে জাতিসংঘ মহাসচিব বলেছেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ মাধ্যমকে জানায়, ইউনূস সরকারকে বিশ্ব সংস্থার আবাসিক টিম সহায়তা করতে চায় উল্লেখ করে মহাসচিব গুতেরেস বলেন, “সদ্য গৃহীত জাতিসংঘের ‘প্যাক্ট অব দ্য ফিউচার’ বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন দেশটির জন্য বিশেষ সহায়ক হবে।”

বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে জাতিসংঘের মহাসচিব বলেছেন, “বাংলাদেশের শান্তিরক্ষীরা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বাংলাদেশে জুলাই-অগাস্টে ছাত্র-জনতার গণআন্দোলনের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিবকে বলেন, “এই আন্দোলন শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটায়।

“আমি এখানে উপস্থিত হতে পেরেছি কারণ তরুণরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে।”

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের ১৭ কোটি মানুষের ওপর এর প্রভাব, রোহিঙ্গা সঙ্কট এবং জুলাই-অগাস্টের গণআন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের বিষয়ে আলোচনা হয়েছে।

এরকম আরও খবর

Back to top button