গাজীপুর

কালীগঞ্জে নিখোঁজ যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেত থেকে শাকিরিন আক্তার (২০) নামে এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর ইউনিয়নের নারগানা এলাকা থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শাকিরিন আক্তার নারগানা দক্ষিন পাড়া এলাকার হারুন মিয়ার মেয়ে।‌ স্বামীর সঙ্গে ডিভোর্সের পর থেকে সে বাবার বাড়িতেই বসবাস করতো।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মুন্সিগঞ্জের বাসিন্দা সানি নামে এক যুবকের সঙ্গে প্রেম করে প্রায় ৫ বছর আগে বিয়ে হয় শাকিরিন আক্তারের। তাদের সাড়ে তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে। একপর্যায়ে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর শাকিরিন আক্তার পুনরায় প্রেম করে সিলেটের এক যুবককে বিয়ে করে। প্রায় দুই মাস আগে তার সঙ্গেও ডিভোর্স হয়। এরপর থেকে সে বাবার বাড়িতে বসবাস করেছিলো। সম্প্রতি প্রথম স্বামীর সঙ্গে পুনরায় যোগাযোগ শুরু করে শাকিরিন আক্তার। গত ২২ সেপ্টেম্বর প্রথম স্বামী সানির সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শাকিরিন আক্তার। এরপর থেকে তার সন্ধান না পেয়ে বুধবার রাতে তার পিতা কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

অপরদিকে বৃহস্পতিবার সকালে নারগানা এলাকার জনৈক বিরেন্দ্র চন্দ্র পালের ধানক্ষেতে অর্ধগলিত একটি লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের স্বজনরাও ঘটনাস্থলে যায়। পরে লাশটি শাকিরিন আক্তারের বলে পরিচয় শনাক্ত করেন তার স্বজনরা। দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মিঠুন বৈদ্য বলেন, দুপুর ১২টার দিকে নারগানা এলাকার ধানক্ষেতে অর্ধগলিত অবস্থায় পড়ে থাকা একটি লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এরকম আরও খবর

Back to top button