গাজীপুর কণ্ঠ ডেস্ক : অন্তর্বর্তী সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছে, তাতে সহজ শর্তে সাড়ে ৩৫০ কোটি ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক।
বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এ ঘোষণা দেন।
বাসস জানিয়েছে, ঘোষিত ঋণের মধ্যে অন্তত ২০০ কোটি ডলার হবে নতুন ঋণ। বাকি ১৫০ কোটি ডলার ঋণের যোগান আসবে বিদ্যমান কর্মসূচির অর্থ পুনঃব্যবহারের মাধ্যমে।
অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন, ডিজিটাইজেশন, তারল্য সংকট উত্তরণ, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতের সংস্কারে সহায়তা দিতে বিশ্ব ব্যাংক এই ঋণ দেবে।
বাসস লিখেছে, অন্তর্বর্তী সরকার যে সংস্কার কর্মসূচি নিয়েছে, সেই উদ্যোগে বিশ্ব ব্যাংককে পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
অধ্যাপক ইউনূস বলেন, “দেশ পুনর্গঠনের এটি একটি বড় সুযোগ।”
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বাঙ্গা দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতার বিষয়ে আলো করেন। নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কীভাবে ভারত ও বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো পেতে পারে তা নিয়েও আলোচনা হয়।
জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন।