গাজীপুর

কালীগঞ্জে পরিমাপে তেল কম দেয়া ফিলিং স্টেশন ও নিম্নমানের প্রসাধনী বিক্রি করা সুপারশপে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ডিজেল, পেট্রোল ও অকটেন কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে কালীগঞ্জের উত্তরা বিজয় ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা এবং নিম্নমানের প্রসাধনী বিক্রির দায়ে একটি সুপারশপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন উর্মি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালীগঞ্জ বাইপাস সড়কে থাকা উত্তরা বিজয় ফিলিং স্টেশন থেকে বিক্রির সময় ডিজেল, পেট্রোল ও অকটেন মাপে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে বুধবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। সে সময় অভিযোগের সত্যতা পেয়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারা লঙ্ঘন করার দায়ে ৪০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন উর্মি। প্রতিষ্ঠানের পক্ষে ক্যাশিয়ার আনন্দ রবিদাস জরিমানার অর্থ পরিশোধ করেন।

অপরদিকে নকল ও নিম্নমানের প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে কালীগঞ্জ বাজারে থাকা আপন ঘর সুপারশপে অভিযান পরিচালনা করে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সুপারশপের মালিক কাজী মোঃ জুবাইর জরিমানার অর্থ পরিশোধ করেছে।

অভিযানে বিএসটিআইয়ের গাজীপুর জেলা কার্যালয়ে পরিদর্শক শিখন সাহা এবং ফিল্ড অফিসার মাকসুদা রুনা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: এর আগে একই অপরাধে ২০২২ সালের ৬ জুন মোবাইল কোর্ট পরিচালনা করে উত্তরা বিজয় ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছিলেন তৎকালীন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।

এরকম আরও খবর

Back to top button