আন্তর্জাতিক

আবারও ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকানদের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারও ‘হত্যাচেষ্টা’ থেকে রক্ষা পেয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৫ সেপ্টেম্বর) ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় একটি মাঠে গলফ খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প; তখনই ওই ঘটনা ঘটে।

ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এজেন্টরা তার ওপর হামলা ঠেকিয়ে দেন।

তবে ট্রাম্প নিরাপদে আছেন। গোলাগুলি ও ট্রাম্পের নিরাপদে থাকার ঘটনা নিশ্চিত করেছে তার প্রচার সেল।

আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানান, ট্রাম্প যেখানে গলফ খেলছিলেন, সেখান থেকে কয়েকশ গজ দূরে ঝোপের মধ্যে এক বন্দুকধারীকে দেখতে পেয়ে তাকে লক্ষ্য করে গুলি করেন সিক্রেট সার্ভিসের এজেন্টরা।

গুলি করার পর সন্দেহভাজন ঝোপের মধ্যে একটি একে-৪৭ ধরনের অ্যাসল্ট রাইফেল ও অন্যান্য জিনিস ফেলে একটি গাড়িতে করে পালিয়ে যান। যদিও পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পেনসিলভানিয়ায় নির্বাচনি জনসভায় গুলিতে আহত হওয়ার মাত্র দুই মাস পর ফের হামলার চেষ্টা হলো ট্রাম্পের ওপর। পেনসিলভানিয়ার আক্রমণের ঘটনায় গুলির আঁচড় ডান কান লেগে ট্রাম্পের কান সামান্য জখম হয়েছিল।

এদিকে রোববারের ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে সিক্রেট সার্ভিস ও পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

সিএনএন, ফক্স নিউজ ও দ্য নিউইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক আইনপ্রয়োগকারী কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীর নাম রায়ান ওয়েসলি। ৫৮ বছর বয়সি এ ব্যক্তি হাওয়াইয়ের বাসিন্দা।

ট্রাম্প যে ওই সময় ওই জায়গায় গলফ খেলছিলেন, এ তথ্য সন্দেহভাজন কীভাবে জানলেন সেটি স্পষ্ট নয়। এছাড়া তার আক্রমণের উদ্দেশ্যও জানা যায়নি।

এ ঘটনার কিছুক্ষণ পরই সমর্থকদের কাছে পাঠানো এক ইমেইলে ট্রাম্প বলেছেন, ‘কিছুই আমাকে দমাতে পারবে না। আমি কক্ষনো আত্মসমর্পণ করব না।’

ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেন তার ট্রাম্পের সম্ভাব্য হত্যাচেষ্টার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বলেছেন, যুক্তরাষ্ট্রে কোনো রাজনৈতিক সহিংসতা বা কোনো ধরনের সহিংসতার স্থান নেই।

এক বিবৃতিতে বাইডেন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্প অক্ষত আছেন জেনে তিনি স্বস্তি পেয়েছেন। সিক্রেট সার্ভিস ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ধন্যবাদ জানিয়ে বাইডেন বলেছেন, সাবেক প্রেসিডেন্টের অব্যাহত সুরক্ষা নিশ্চিত করতে তিনি নির্দেশ দিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গলফ মাঠের কাছে ঝোপের লুকিয়ে থাকা বন্দুকধারীর বন্দুকের নল দেখতে পান ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এজেন্টরা।

এরপর সিক্রেট সার্ভিস এজেন্টরা গুলি চালালে সন্দেহভাজন ব্যক্তি বন্দুক ও দুটি ব্যাকপ্যাকসহ অন্যান্য জিনিস ফেলে একটি কালো নিসান গাড়িতে করে পালিয়ে যান।

কর্মকর্তারা জানান, একজন প্রত্যক্ষদর্শী ওই বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন।

এরপর ফ্লোরিডার বিভিন্ন সংস্থার কাছে গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয়। ওই তথ্যের ভিত্তিতে গলফ কোর্স থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে মার্টিন এলাকা থেকে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

এরকম আরও খবর

Back to top button