গাজীপুর

আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন বিমানবন্দরে আটক

নিজস্ব প্রতিনিধি : গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।

রোববার ( ১৫ সেপ্টেম্বর) সকালে বিদেশে যাওয়ার চেষ্টার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটক কাজী আলিম উদ্দিন বুদ্দিন শহরের উত্তর ছায়াবীথি নয়াবাড়ি এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত কাজী সিরাজ উদ্দিন ছেলে এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে কাজী আলিম উদ্দিন বুদ্দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে (থাইল্যান্ড) যাওয়ার চেষ্টা করেন। সে সময় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে খবর দেয়। কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে জিএমপি’র বাসন থানায় হস্তান্তর করা হবে।

সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কাজী আলিম উদ্দিন উদ্দিনকে ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে। বাসন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

এরকম আরও খবর

Back to top button