২ মাস পর মাঠে ফিরেই মেসির ২ গোল, জিতলো মিয়ামি
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালের পর আর মাঠে নামা হচ্ছিলো না লিওনেল মেসির। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। অ্যাঙ্কেলের চোট সারিয়ে ২ মাস ২ দিন পর মাঠে ফিরেছেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন তারকা। সেই ফেরাটাও স্মরণীয় করে রাখলেন আবার ২ গোল করে।
লিওনেল মেসির ভূমিকায় ইন্টার মিয়ামি মেজর লিগ সকারে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। অথচ ম্যাচের ২ মিনিটেই যে পিছিয়ে পড়েছিল ইন্টার মিয়ামি। ফিলাডেলফিয়াকে এগিয়ে দেওয়া গোলটি করেন মিকায়েল উরে। এরপরই ২৬ ও ৩০ মিনিটে পর পর দুই গোল করে দলকে এগিয়ে নেন মেসি। পরে খেলার অন্তিম সময়ে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেস।
গত ১৪ জুলাই কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে আর্জেন্টিনার শিরোপা জয়ে ছিলেন মেসি। সেই ম্যাচেই গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছেড়ে যান। এরপর থেকে পুনর্বাসনে ছিলেন তিনি। এর মাঝে মেজর সকার লিগে খেলতে পারেননি ৮ ম্যাচ। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনাও পায়নি তাকে।
চোটের কারণে ১৫ জুলাই থেকে মেসির অনুপস্থিতিতে অবশ্য মেজর লিগ সকারে কোনো ম্যাচ হারেনি মিয়ামি। তবে লিগস কাপে দুটি ম্যাচ হেরেছে তারা। এমনকি টুর্নামেন্টটি থেকে ছিটকেও গেছে মেসির দল।