ভেঙে দেওয়া হলো বগুড়া জেলা যুবদল-ছাত্রদলের কমিটি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের বগুড়া জেলা কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
বুধবার (০৪ সেপ্টেম্বর) দুই সংগঠনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ভেঙে দেওয়ার কথা জানানো হয়েছে।
ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, বগুড়া জেলা শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই এই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
অন্যদিকে যুবদলের পক্ষ থেকে আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বগুড়া জেলা কমিটি ভেঙে দেওয়া হয়েছে। শিগগিরই এই ইউনিটের কমিটি দেওয়া হবে।