গাজীপুরমেট্রো পুলিশ

জিএমপি’র নতুন কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে খোন্দকার রফিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

এর আগে ২১ আগস্ট (বুধবার) এক আদেশে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলমকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে তার স্থলাভিষিক্ত হচ্ছেন খোন্দকার রফিকুল ইসলাম।

জানা গেছে, বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা খোন্দকার রফিকুল ইসলাম বর্তমানে অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দায়িত্ব পালন করছেন। গত ১৮ আগস্ট (রোববার) তিনি অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) থেকে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পান। এর আগে তিনি র‌্যাব ৬-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

খোন্দকার রফিকুল রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তফাদিয়া গ্রামের সন্তান।

 

আরো জানতে……

সব বিভাগের রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারকে বদলি

 

এরকম আরও খবর

Back to top button