জয়দেবপুর থানার নতুন ওসি মোহাম্মদ আলী জিন্নাহ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানকে প্রত্যাহারের পর তার স্থলাভিষিক্ত করা হয়েছে একই থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহকে।
বুধবার রাতে জয়দেবপুর থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন মোহাম্মদ আলী জিন্নাহ। এর আগে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে প্রত্যাহারের পর ওসি আসাদুজ্জামান দায়িত্ব হস্তান্তর করেন।
যোগদানের বিষয়টি মোহাম্মদ আলী জিন্নাহ নিজেই নিশ্চিত করেছেন।
পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ সর্বশেষ জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি পরিদর্শক (তদন্ত) হিসেবে কিশোরগঞ্জের ভৈরব থানায় এবং গাজীপুরের কালিয়াকৈর এবং শ্রীপুর থানায় দায়িত্ব পালন করেছেন।
২০০৩ সালে বাংলাদেশ পুলিশবাহিনীর বহিরাগত ক্যাডেট ‘সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)’ হিসেবে মোহাম্মদ আলী জিন্নাহ চাকরিতে যোগদান করেছিলেন। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায়।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
উল্লেখ্য: গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়ার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে বুধবার জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
আরো জানতে………
নির্বাচন থেকে প্রার্থীকে সরে দাঁড়ানোর হুমকি: জয়দেবপুর থানার ওসি আসাদুজ্জামান প্রত্যাহার