গাজীপুর কণ্ঠ ডেস্ক : ক্ষমতার পালাবদলে পুলিশ বাহিনীতে রদবদলের ধারাবাহিকতায় এবার ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ৮৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (০১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা চারটি প্রজ্ঞাপনে এই রদবদলের কথা জানানো হয়।
আগে যারা ঢাকা মহানগর পুলিশসহ ‘ভালো জায়গায়’ ছিলেন, তাদের অনেককে বদলি করা হয়েছে আর্মড পুলিশ, নৌ পুলিশ, এন্টি টেরোরিজম ইউনিটসহ পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে।
আর আগে ‘ডাম্পিং পোস্টিং’ বা ওএসডি হয়ে থাকা কর্মকর্তাদের ঢাকা মহানগর পুলিশ, পুলিশ সদর দপ্তরসহ ‘ভালো জায়গায়’ পদায়ন করা হয়েছে।
সরকার পতনের পর পুলিশের প্রায় সব পর্যায়ে রদবদল অব্যাহত রয়েছে।বাধ্যতামূলক অবসরেও পাঠানো হচ্ছে কোনো কোনো কর্মকর্তাকে।
গত ৫ অগাস্ট সরকারের পতন হলে শেখ হাসিনার আমলে নিয়োগ দেওয়া পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পরদিন চাকরি থেকে বাদ দেওয়া হয়। তার স্থলে আনা হয় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে।
পরদিন ৭ অগাস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হারুন-অর-রশিদকে সরিয়ে পুলিশের বিশেষ এ ইউনিটের নেতৃত্বে আনা হয় অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে।
ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে।
এছাড়া অতিরিক্ত উপকমিশনার সহকারী কমিশনার এবং ওসি পর্যায়ের কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে।