গাজীপুরজেলা পুলিশ

গাজীপুরের নতুন এসপি আবুল কালাম আযাদ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ আবুল কালাম আযাদ।

মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, নিয়োগ পাওয়া মোঃ আবুল কালাম আযাদ ২০১৮ সালের ৩ মার্চ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদর দপ্তরে কর্মরত আছেন। এর আগে গত ২০ আগস্ট তিনি অতিরিক্ত পুলিশ থেকে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন।

অপরদিকে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলমকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে পদায়ন করা হয়েছে।

আরো জানতে….

গাজীপুরসহ ২৪ জেলার এসপিকে প্রত্যাহার করে নতুন এসপি নিয়োগ

গাজীপুরে যোগদান করেছে নতুন এসপি কাজী শফিকুল আলম

এরকম আরও খবর

Back to top button