শ্রীপুরের ইউএনও শোভন রাংসাকে প্রত্যাহার, নতুন ইউএনও কাবেরী রায়
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শোভন রাংসাকে প্রত্যাহার করে তাঁর স্থলে কাবেরী রায়কে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শোভন রাংসাকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী রায়কে গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে।
জানা গেছে, কাবেরী রায় (১৮১২২) ২০১৭ সালে ৩৫তম বিসিএস (প্রশাসন) এর কর্মকর্তা হিসেবে চাকরীতে যোগদান করেন। ২০২৪ সালের ২ জুন থেকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বালিয়াকান্দি উপজেলাতে যোগদানের পূর্বে তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। সিনিয়র সহকারী কমিশনার হিসাবে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।
কাবেরী রায় সহকারী কমিশনার (ভূমি) ময়মনসিংহ গফরগাঁও উপজেলায় দায়িত্ব পালন করেছেন।
তাঁর জন্মস্থান দিনাজপুর জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী।
উল্লেখ্য : শোভন রাংসা গত ৮ জুলাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে শ্রীপুর যোগদানের করেন।