আন্তর্জাতিক

কমালা হ্যারিস জিতলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে: ট্রাম্প

গাজীপুর কণ্ঠ ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস বিজয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

বুধবার (২২ আগস্ট) নর্থ ক্যারোলিনায় আয়োজিত সমাবেশে তিনি বলেছেন, কমালা হ্যারিস হলেন, তার দেখা সবচেয়ে কট্টর বামপন্থি মানুষ, যিনি প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন।

ট্রাম্পের দাবি, যদি হ্যারিস জেতেন, তাহলে লাখ লাখ চাকরি রাতারাতি শেষ হয়ে যাবে। তিনি বলেন, ‘হ্যারিস জিতলে আপনাদের যা জমানো অর্থ আছে, সব চলে যাবে। আমি যখন কম্যান্ডার ইন চিফ হই, তখন বিশ্বজুড়ে আমাদের শত্রুরা বুঝে গিয়েছিল, যুক্তরাষ্ট্রকে হালকাভাবে নেওয়া যাবে না। কিন্তু নভেম্বরে কমরেড হ্যারিস যদি জেতেন, তাহলে নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে।’

এদিকে ডেমোক্র্যাট সম্মেলনে কমালা হ্যারিসের রানিংমেট টিম ওয়ালজ বলেছেন, তারা সাধারণ মানুষের জীবনকে উন্নত করবেন। মূলত তাকে বলা হয় সাধারণ মানুষের প্রতিনিধি।

দীর্ঘদিনের ফুটবল কোচ ওয়ালজ ডেমোক্র্যাটদের সম্মেলনে সেই সাধারণ মানুষের কথা বললেন। তিনি দাবি করলেন, ‘আপনাদের জীবন যাতে ভালো হয়, আপনার প্রিয়জনেরা যাতে ভালো থাকেন, আপনারা যাতে নিজেদের স্বাস্থ্য সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারেন, আমরা তা নিশ্চিত করব।’

এরকম আরও খবর

Back to top button