জাতীয়সারাদেশ

বন্যার্তদের সহায়তায় ফায়ার সার্ভিসের হটলাইন চালু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত দেশের নয় জেলা। এমন অবস্থায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য হটলাইন নম্বর চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল পাঠানো বার্তায় জানানো হয়েছে, সারাদেশের বন্যাকবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবার জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ চালু থাকবে। পাশাপাশি মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ০১৭১৩-০৩৮১৮১ মোবাইল নম্বর ব্যবহার করা যাবে। এর পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেও ফায়ার সার্ভিসের এ সংক্রান্ত সেবা নেওয়া যাবে।

মনিটরিং সেলের পাশাপাশি বন্যাকবলিত এলাকার ফায়ার স্টেশনগুলো এবং বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমেও ২৪ ঘণ্টা দুর্যোগে উদ্ধারবিষয়ক সেবা নেওয়া যাবে।

এদিকে বুধবার বিকেল ৫টা থেকে কেন্দ্রীয়ভাবে অধিদফতরে স্থাপিত এই মনিটরিং সেলের কার্যক্রম শুরু হয়েছে।

এরকম আরও খবর

Back to top button